Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

দায়িত্বাবলী

সেবা গ্রহণকারী

প্রর্থী সেবা পাওয়ার সর্বোচ্চ সময় সীমা

কৃষকের চাহিদা অনুযায়ী চুক্তির মাধ্যমে  নন ইউরিয়া সার বিদেশ থেকে আমদানী করতঃ কুষ্টিয়া অঞ্চলের গুদামে মজুদ করা হয়। অতঃপর কৃষি মন্ত্রণালয়ের মাসিক বরাদ্দ অনুয়ায়ী পুনরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির উপ বরাদ্দ অনুযায়ী বিসিআইসি ও বিএডিসি’র নিবন্ধিত সার ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হয়।

নিয়োগকৃত ডিলারগন।

উপ বরাদ্দ অনুযায়ী ভর্তুকি মূল্যে ডিডি/ পে-অর্ডারের মাধ্যমে সার সরবরাহ করা হয়।

ডিডি/ পে- অর্ডার প্রাপ্তির সংগে সংগেই সার সরবরাহ দেওয়া হয়।